
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আগামীকাল।
এ অবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ ১৯৬১ সংশোধন আনা হয়েছে। সংশোধনী ২০২০ এর ধারা ১৮ অনুযায়ী এ প্রদত্ত ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের জন্য সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা প্রদান করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে গত সোমবার (২৫ জানুয়ারি) পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। তার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।
প্রায় কেউ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে এবারও প্রতি বছরের মত আমাদের ফেসবুক পেজ থেকে এসএসসির ফলাফল জানুন।
এবারও আগের মত অনলাইনে বা ওয়েবসাইট ও টেলিটকে এসএমএস করে ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে।
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bdএ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়।
এছাড়াও https://eboardresults.com/app ওয়েবসাইটে অতি দ্রুত সকল বোর্ডের ফলাফল পাওয়া যায়। এই ওয়েবসাইটের বেশ কিছু সুবিধা আছে। এখান থেকে আপনি আপনার পুরো প্রতিষ্ঠানের ফলাফল পেতে পারেন প্রতিষ্ঠানের EIIN নাম্বার ব্যবহার করে। এমনকি কেন্দ্র/বোর্ড ভিত্তিক ফলাফল জানা সম্ভব। এখানে শুধুমাত্র রোল নাম্বার, পাসের সাল এবং বোর্ডের নাম দিয়ে পূর্ণাঙ্গ ফলাফল জানা সম্ভব।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২০ জানার পদ্ধতিঃযে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC .এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে।
যেমনঃ DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2020 লিখুন। Example: HSC DHA 123456 2020 এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ফলাফল জানতে চাইলে:রোল, রেজিষ্ট্রাশন ও বোর্ডের নাম লিখে মেসেজ করতে পারেন।
পেজ লিংক:University Admission & BCS Preparation
যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফলাফল জানানো হবে।
এইচএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল আপডেট পেতে উক্ত পেজের সাথে যুক্ত থাকুন।
ধন্যবাদ।
0 Comments