চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ (CU Admission)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

২০২০-২১ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষা ও ফলাফল (CU Admission)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টপ র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি । প্রতি বছর শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে । অনেকেরই স্বপ্ন চবিতে পড়ার কিন্তু শেষ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই ভর্তি হতে পারে । আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ২০২০-২১ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ম্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি, পরীক্ষার সময় ও ফলাফল এবং অন্যান্য তথ্য এখানে পাওয়া যাবে। ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মধ্যে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছে সে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ন্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে৷

ভর্তির যোগ্যতা:

যে সকল ছাত্র-ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের নিম্নবর্ণিত যোগ্যতা ও ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট ভিত্তিক ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ শ্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য যারা ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলে আবেদনের যোগ্য ছিল না তবে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (মান উন্নয়ন) অংশগ্রহণ করে যোগ্যতা অর্জন করেছে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবে। 

এছাড়া ২০১৯ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় (মান উন্নয়ন) অংশগ্রহণকৃত পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফলে মান উন্নয়ন হলে তারাও আবেদনের যোগ্য বিবেচিত হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যে সকল শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বাংলা ও ইংরেজি বিষয়সহ পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত বিষয় নিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের গ্রুপকে বিজ্ঞান গ্রুপে হিসাবে বিবেচনা করা হবে। Higher Accounting বিষয়ে নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর গ্রুপকে ব্যবসায় শিক্ষা গ্রুপ হিসাবে বিবেচনা করা হবে।

A ইউনিট (বিজ্ঞান অনুষদতুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট, জীববিজ্ঞান অনুষদতুক্ত সকল বিভাগ, ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সকল বিভাগ এবং মেরিন সায়েঙ্গেস ত্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট): যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ননতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

B ইউনিট [কলা ও মানববিদ্যা অনুষদতুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট (নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ ব্যতিত)] : যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ড এর অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.২৫ রয়েছে; অথবা একই সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং মানবিক/সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড)/মিউজিক শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৬.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ২৭৫ রয়েছে, অথবা একই সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩.২৫ রয়েছে তারা B ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

B1 উপ-ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনিস্টিটিউড ও সঙ্গীত বিভাগ): যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ড এর অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নূন্যতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.২৫ রয়েছে; অথবা একই সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং মানবিক/সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড)/মিউজিক শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৬.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ২.৭৫ রয়েছে; অথবা একই সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.২৫ রয়েছে তারা B1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

C ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ): যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ রয়েছে; অথবা একই সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং হিসাব বিজ্ঞানসহ ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নৃনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে নূনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা C ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে । ( Higher Accounting বিষয়ে নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর গ্রুপকে ব্যবসায় শিক্ষা গ্রুপ হিসাবে বিবেচনা করা হবে।)

D ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ) : যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০১৯ সালের যে কোন শাখায় উচ্চ মাধামিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নানতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে নুনতম জিপিএ ৩.২৫ রয়েছে তারা D ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। তবে নিম্নে উল্লিখিত অনুষদ ভিত্তিক নুন্যতম যোগাতাও প্রযোজ্য হবে।

১) যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/মানবিক বা সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড) বা মিউজিক/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় ব্যবস্থাপনা/অর্থনীতি বিষয়সহ গার্হস্থ্য অর্থনীতি শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ননতম জিপিএ ৩.২৫ রয়েছে তারা সমাজ বিজ্ঞান অনুষদতুক্ত সকল বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

২) যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা আইন অনুষদতুক্ত আইন বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। 

৩) যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ এবং ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের বিজ্ঞান/কৃষি বিজ্ঞান/মানবিক বা সাধারণ (মাদরাসা শিক্ষাবোর্ড) মিউজিক শাখায় উচ্চ মাধ্যমিক বা ই আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ নূনতম মোট জিপিএ ৭.৫০ প্র 'তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ননতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা ব্যবসায় প্রশাসন অনুষদতুক্ত সকল বিভাগে (বিজ্ঞান ও মানবিক গ্রুপ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।   

অথবা

যে সকল ছাত্র/ছাত্রী ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের হিসাব বিজ্ঞান ব্যতিত ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.৫০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ রয়েছে তারা ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে (বিজ্ঞান ও মানবিক গ্রুপ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

৪) যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের মানবিক/সাধারণ (মাদ্রাসা শিক্ষা বোর্ড)/মিউজিক শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় । পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৭.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.২৫ রয়েছে তারা জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে (মানবিক গ্রুপ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

D1 উপ-ইউনিট শিক্ষা অনুষদতুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েস বিভাগ): যে সকল ছাত্র/ছাত্রী বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২০ সালের যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যুনতম মোট জিপিএ ৬.০০ পেয়েছে; তবে যাদের উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ২.৫০ রয়েছে তারা শিক্ষা অনুষদতুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েস বিভাগে (D1 উপ-ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

GCE (O Level & A Level) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশী সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে: যে সকল ছাত্র/ছাত্রী ২০১৬ সালের বা তৎপরবর্তী সালের জিসিই 'ও' লেভেল পরীক্ষায় এবং ২০১৯ সালের জিসিই 'এ' লেভেল (বিজ্ঞান/বাণিজ্য শাখা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যুনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে । 

ইউনিট সূমহের ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা, পরীক্ষার সময়সূচি ও ফলাফল: 

ইউনিট/উপ-ইউনিট আবেদনের সময়সীমা পরীক্ষার তারিখ ও সময় ফলাফল
A ইউনিট ১২ এপ্রিল ২০২১ - ৭ মে ২০২১ ২৪ ও ২৫ আগস্ট ২০২১  
B ইউনিট ১২ এপ্রিল ২০২১ - ৭ মে ২০২১ ২০ ও ২১ আগস্ট ২০২১  
B1 ইউনিট ১২ এপ্রিল ২০২১ - ৭ মে ২০২১ ২৭ আগস্ট ২০২১  
C ইউনিট ১২ এপ্রিল ২০২১ - ৭ মে ২০২১ ২৬ আগস্ট ২০২১  
D ইউনিট ১২ এপ্রিল ২০২১ - ৭ মে ২০২১ ২২ ও ২৩ আগস্ট ২০২১  
D1 ইউনিট ১২ এপ্রিল ২০২১ - ৭ মে ২০২১ ২৭ আগস্ট ২০২১  

Post a Comment

0 Comments