এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ১৭ জুলাই

SSC Result 2021

এইস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৭ জুলাই প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি পরীক্ষার ফলাফল - ২০২১ এর অনুলিপি হস্তান্তর করা হবে। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুর ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে।

আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে SSC Result 2021 জানার পদ্ধতিঃ

যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে।

যেমনঃ DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board

এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2021 লিখুন।

Example: SSC DHA 123456 2021

এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।

২০১৯ সালের এসএসসি, আলিম, এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল আগামী ১৭ -০৭-২০২১ (সম্ভাব্য) তারিখ দুপুর ১২:৩০ এ ফলাফল জানতে চাইলে: রোল, রেজিষ্ট্রাশন ও বোর্ডের নাম লিখে মেসেজ করতে পারেন।

পেজ লিংক: University Admission & BCS

যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফলাফল জানানো হবে।

এইচএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল আপডেট পেতে উক্ত পেজের সাথে যুক্ত থাকুন।

ধন্যবাদ।

Post a Comment